ঢাকা বুধবার
২৯ মার্চ ২০২৩
১২ ফেব্রুয়ারি ২০২৩

ট্রলের শিকার এ কোন মোনালি!


ডেস্ক রিপোর্ট
12

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!



জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর এই মুহূর্তে একটি রিয়েলিটি শো-এর বিচারক। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন এই গায়িকা। আর এতেই ট্রলের শিকার হন তিনি। অনেকে মন্তব্য করেছেন, তবে তিনি কোনো জবাব দেননি।

মোনালি ঠাকুর ক্যামেরার সামনে হাজির হন বিভিন্ন রকম সাজে। সম্প্রতি সেলফি তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি।  ছবিতে দেখা যায় তার কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই পোশাকে নিজেকে সাজিয়েছিলেন মোনালি। পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম।

[caption id="attachment_9829" align="aligncenter" width="702"]ইনস্টাগ্রামে ছবি ইনস্টাগ্রামে ছবি[/caption]

ছবির মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আনফলো করতে বাধ্য হলাম।’ কারো মন্তব্য, ‘মুখে কী সার্জারি করিয়েছেন, নাকি শুধুই মেকআপ?’ একজন লিখেছেন, ‘আপনার নাকে কী হয়েছে?’

এসব মন্তব্যে দেখার পর তিনি কোনো জবাব দেননি। বিদেশে বিয়ে করে সেখানেই স্থায়ী তিনি। তবে মোনালি কাজের জন্য এখন ভারতে।


আরও পড়ুন: