ঢাকা মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪
১৮ এপ্রিল ২০২৪

মধ্যপ্রাচ্যে বিরল সফরে পুতিন


ডেস্ক রিপোর্ট
110

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১২:১২:০৯ পিএম
মধ্যপ্রাচ্যে বিরল সফরে পুতিন ফাইল-ফটো



মধ্যপ্রাচ্যে বিরল এক সফরে বুধবার সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে তিনি সৌদি আরবেও যাবেন এবং দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।
এবারের সফরে পুতিন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তেল উৎপাদন (ওপেক প্লাস) এবং গাজা ও ইউক্রেইনে যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। পুতিন বুধবার আবুধাবি বিমানবন্দরে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তাকে সেখানে স্বাগত জানান।
আবু ধাবিতে পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন। আবু ধাবি থেকে পুতিনের সৌদি আরব রওয়ানা হওয়ার কথা। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। ২০১৯ সালের পর দুই নেতার সেটাই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে।
মার্কিন সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য সফরে এটি পুতিনের প্রথম সফর। তিনি সর্বশেষ ২০১৯ সালে এ দুই দেশ সফর করেছিলেন
পুতিনের সফরের বিষয়ে ক্রেমলিন থেকে বলা হয়েছে, ওপেক প্লাসের অংশীদার হিসেবে জ্বালানি সহযোগিতার বিষয়ে তারা আলোচনা করবেন। বিশ্বের ৪০ শতাংশের বেশি তেল উৎপাদিত হয় ওপেক প্লাস দেশগুলোতে। ক্রেমলিনের পক্ষ থেকে আরও বলা হয়, ‘এভাবে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে সম্পর্কে ঘনিষ্ঠতা বৃদ্ধি বিশ্বের তেল বাজারে একটি স্থিতিশীল ও পূর্বাভাস-যোগ্য পরিস্থিতি বজায় রাখার নির্ভরযোগ্য নিশ্চয়তা দেবে।’
রয়টার্স বলছে, ওপেক প্লাসে (পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা) সহযোগিতামূলক সম্পর্ক ছাড়াও পশ্চিমা নয় এমন দেশগুলোর সঙ্গে বৈশ্বিক জোট গড়ে তোলার চেষ্টা করছেন পুতিন। সেই প্রচেষ্টার অংশ হিসাবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছেন। 
সাম্প্রতিক সময়ে খুব বেশি বিদেশ সফর করেননি পুতিন। তবে যেসব দেশে গেছেন তার বেশিরভাগই আবার সাবেক সোভিয়েত ইউনিয়ন-ভুক্ত দেশ। এর বাইরে সর্বশেষ গত অক্টোবরে চীন সফর করেছেন


আরও পড়ুন: