ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
২১ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৬


ডেস্ক রিপোর্ট
118

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩ | ০৬:১২:৫৮ পিএম
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৬ ফাইল-ফটো



যুক্তরাষ্ট্রের টেনেসিতে শনিবার রাতে ঝড়ে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ঝড়ের সময় প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
বিবিসি জানায়, প্রাদেশিক রাজধানী ন্যাশভিলে উত্তরের একটি শহরতলীতে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর ক্লার্কসভিল নগরীতে একটি শিশু ও দুইজন প্রাপ্ত বয়স্ক প্রাণ হারিয়েছেন।
নগরীর মেয়র জো পিটস সেখানে জরুরি অবস্থা জারি করেছেন এবং রোববার স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত নগরীতে কারফিউ জারি করা হয়েছে।
তিনি বলেন, “এটা বিপর্যয়কর খবর এবং যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের জন্য আমাদের হৃদয় সমবেদনায় পূর্ণ।
মন্টগোমারি কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ক্লার্কসভিল শহরের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ড্রেসডেন শহরে একাধিক গাছ, বিদ্যুতের লাইন এবং ঘরবাড়িও ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবাগুলো।
রাজ্যটির আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, শনিবার বিকেলের দিকে কমপক্ষে দুটি টর্নেডো রাজ্যটিতে আঘাত হেনেছিল। যার মধ্যে একটি মন্টগোমারি কাউন্টিতে এবং আরেকটি রাদারফোর্ডের গিবসন কাউন্টি শহরের কাছে আঘাত হেনেছিল।
একটি ভিডিওতে আকাশ থেকে ভূমি পর্যন্ত একটি টর্নেডোর ফানেল দেখা যায়। তখন পুরো আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছিল।
উল্লেখ্য, টেনেসিতে একাধিক টর্নেডোর সতর্কতা জারি করেছিল ন্যাশনাল ওয়েদার সার্ভিস।


আরও পড়ুন: