ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
২১ এপ্রিল ২০২৪

৭২ বছরের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা ডিসেম্বর পার করছে বেইজিং


আন্তর্জাতিক ডেস্ক
141

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩ | ০৬:১২:০৬ পিএম
৭২ বছরের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা ডিসেম্বর পার করছে বেইজিং ফাইল-ফটো



৭২ বছরের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা ডিসেম্বর পার করছে চীনের রাজধানী বেইজিং। ১৯৫১ সাল থেকে রেকর্ড করা সবচেয়ে ঠাণ্ডা ডিসেম্বর অভিজ্ঞতা নিচ্ছে শহরটি। এ মাসে প্রায়ই তাপমাত্রা -১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে।

এ বছর রাজধানীতে চরম অবস্থার এক ধারাবাহিকতা দেখা গেছে। মাত্র ছয় মাস আগে, বেইজিং তার সবচেয়ে উষ্ণ জুন রেকর্ড করেছিল। যা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।

এ বছর বেইজিং দুই ধরনের চরম আবহাওয়ার মুখোমুখি হয়েছে। ছয় মাস আগে জুনে বেইজিং সবচেয়ে উষ্ণ—৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি–দিন পার করেছে। 
রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, এ শীতে চীনে কয়েক দফায় চরম ঠাণ্ডা আবহাওয়া বয়ে গেছে। বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষকেরা টানা দুই সপ্তাহের ভেতরে ৩০০ ঘণ্টারও বেশি বরফ ঠাণ্ডা তাপমাত্রা রেকর্ড করেছেন। 

চীনের প্রদেশগুলোতে চরম ঠাণ্ডা আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে। কয়েকটি অঞ্চলে স্কুলে ছুটি ঘোষণা করতে হয়েছে এবং পরিবহন ব্যবস্থাও নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। 

ঠাণ্ডা আবহাওয়ার কারণে চীনের হেনান প্রদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। কয়েকটি জায়গায় হিটিং বয়লার নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 
বেইজিংয়ে দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষে ৫০০ জনের বেশি মানুষ আহত হয়।বেইজিংয়ের পরিবহন ব্যবস্থায় এমন দুর্ঘটনা সচরাচর ঘটে না। সেখানে দুর্ঘটনায় এত বিপুল সংখ্যক মানুষ আহত হওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।

কেবল চীনই নয়, এবার শীতে উত্তর জাপানের কিছু অংশেও বিশাল তুষারপাত দেখা গেছে। ওদিকে, সম্প্রতি কয়েক সপ্তাহে হিমাঙ্কের নিচে তাপমাত্রা (মাইনাস ১৬ থেকে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস) দেখা গেছে দক্ষিণ কোরিয়ায়।

তবে উত্তর কোরিয়ায় বাসিন্দারা কীভাবে ডিসেম্বরের চরম শীত মোকাবেলা করছে, সেটি পরিষ্কার নয়।


আরও পড়ুন: