ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

বৃষ্টিপাতের সঙ্গে অব্যাহত থাকবে তাপপ্রবাহ


ডেস্ক রিপোর্ট
263

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০১:০৯:৩৪ পিএম
বৃষ্টিপাতের সঙ্গে অব্যাহত থাকবে তাপপ্রবাহ ফাইল-ফটো



সমানতালে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সেইসঙ্গে সারাদেশেই হালকা থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, নেত্রকোণা, শ্রীমঙ্গল ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে সারাদেশেই হালকা থেকে ভারি বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। সেইসঙ্গে রাজধানী ঢাকাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার সিনোপটিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ৬২ মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগামী ৩ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।


আরও পড়ুন: