ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

বোলার নাসিমের ব্যাট নিলামে


খেলা ডেস্ক
180

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৯:২০ পিএম
বোলার নাসিমের ব্যাট নিলামে ফাইল-ফটো



নাসিম শাহের পরিচয় পেস বোলার। তাই বল হাতে তাঁর চমক দেখানোটা স্বাভাবিক। কিন্তু ব্যাট হাতেও নাসিম জয়ের নায়ক হয়ে উঠতে পারেন সেটাই দেখিয়েছেন তরুণ এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন তিনি। তুলেছেন টুর্নামেন্টের ফাইনালে। সেই ছক্কা হাঁকানো ব্যাটটিই এবার পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নিলামে তুলবেন নাসিম শাহ। অবশ্য ব্যাটটি নাসিমের নিজের নয়। সেটি ছিল পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ হাসনাইনের। বুধবার (৭ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে ব্যাট করতে নামার সময় হাসনাইন থেকে ব্যাটটি পান নাসিম। তখন মাঠে নেমেই দুই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তরুণ এই ক্রিকেটার। এবার এই ব্যাটটি নিয়েই মানুষের পাশে দাঁড়াবেন নাসিম। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি ভিডিও পোস্ট করেছে। সেখানেই দেখা যাচ্ছে, নাসিমকে ওই ব্যাটটি উপহার দেন হাসনাইন। তখন সতীর্থকে ধন্যবাদ দিয়ে ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন ১৯ বছর বয়সী নাসিম। এর থেকে পাওয়া অর্থ বন্যার্তদের সাহায্যার্থে গঠিত তহবিলে দেওয়া হবে। বুধবার ম্যাচটিতে শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১ রান, আর আফগানিস্তানের লাগত এক উইকেট। বলা চলে, ম্যাচের নাগাল ছিল আফগানদের হাতেই। কিন্তু বল হাতে দারুণ করা নাসুম শাহ ব্যাট হাতেও দলের দায়িত্ব নিলেন। দুই ছক্কা মেরে অবিশ্বাস্যভাবে পাকিস্তানকে জয় উপহার দিলেন তরুণ এই পেসার। সুপার ফোরের ম্যাচটিতে আফগানিস্তানকে ১ উইকেটে হারায় পাকিস্তান। এই জয়ের মাধ্যমে বাবরদের ফাইনাল নিশ্চিত হলো। সেই সঙ্গে বিদায় নিশ্চিত হলো ভারত ও আফগানিস্তানের। আগামীকাল রোববার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।


আরও পড়ুন: