পরকীয়ায় জড়ানো পুরুষের লক্ষণ
ডেস্ক রিপোর্ট
270
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:৫৮ এএম
ফাইল-ফটো
সম্পর্কে থাকাকালীন একাধিক ভুল করে থাকি আমরা সবাই। তবে আপনার স্বামী কি আপনার আড়ালে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছেন? বুঝবেন কীভাবে? এই পাঁচ অজুহাত তখন দেবেন তিনি। চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে-
- কাজের অজুহাতঃ কাজের চাপের থেকে সহজ কোনো অজুহাত আর হয় না। বেশিরভাগ দিনই অফিস থেকে সাধারণ সময়ে বাড়ি ফিরছেন না। ফিরতে ফিরতে প্রায় প্রতিদিনই অনেক রাত হয়ে যাচ্ছে। সাধারণত এসব অজুহাতের পেছনে অধিকাংশই সময়ই পরকীয় থাকে। তবে সবাই যে পরকীয়া করেন, এমনটিও নয়। কারো কারো সত্যিকার অর্থেই ব্যস্ততা থাকতে পারে।
- প্রায়ই বাইরে সময় কাটানঃ আপনার স্বামী যদি এর মধ্য়ে অন্য কোনো নারীর প্রতি দুর্বল হয়ে পড়েন, তাহলে এই অভ্যাসটাও তার মধ্য়ে দেখবেন আপনি। তিনি কি অফিস থেকে ফিরেই বাইরে সময় কাটাতে চান? যদি তাই হয়, তাহলে এবার আপনাকেও একটু সতর্ক হতে হবে। কারণ, তিনি যদি অন্য নারীর সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলেই কিন্তু বাইরে বেশি সময় কাটানোর প্রবণতা দেখা যাবে। একটু চোখে চোখে রাখুন।
- ব্যায়াম করার প্রতি আগ্রহীঃ অনেক পুরুষই ব্যায়াম করে নিজের শরীর ফিট রাখতে চেষ্টা করেন। আর এতে কোনও ভুল নেই। প্রতিদিনই ব্যায়াম করে নিজের শরীর ফিট রাখা একটি ভালো অভ্যাস। কিন্তু আপনার স্বামীর মধ্যে এই অভ্যাসটা কি বরাবরই ছিল? নাকি নতুন করে এই অভ্যাসটা দেখছেন আপনি? যদি হঠাৎ বাড়ে তাহলে একবার তার দিকে নজর রাখতেই পারেন আপনি।
- হঠাৎ করেই অশান্তিঃ কথা নেই বার্তা নেই, ছোট বিষয়েও রেগে যাচ্ছেন আপনার স্বামী। আপনি এর কারণও বুঝতে পারছেন না। প্রশ্ন করলে আরও রেগে যাচ্ছেন। যদি পরিস্থিতি সত্যিকারেরই এরকম হয়, তাহলে একটু সতর্ক হন। তিনি অশান্তি করলে, আপনি চুপ করে থাকুন। পরে এর উত্তর দেওয়ার চেষ্টা করুন
- অফিসের কাজে বাইরেঃ অফিসের কাজে বাইরে যেতে হতেই পারে। কিন্তু তাই বলে যে, সব সময়ই বাইরে থাকবেন, এরকম তো কথা নয়। অফিসের কাজে বাইরে যেতে পারেন তিনি। কিন্তু তা যদি খুবই ঘন ঘন হয়ে যায়। তখন একটু সতর্ক থাকতে হবে আপনাকে। খেয়াল রাখুন তার প্রতিটি পদক্ষেপে। প্রয়োজনে খোজ নিন, কেন তিনি বাইরে যাচ্ছেন? সত্যিই কি অফিসের কাজে বা বিজনেস ট্রিপে, নাকি অন্য কোনও কারণ?
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
সাগরে লঘুচাপ, রংপুর বিভাগে বন্যার শঙ্কা
২৬ সেপ্টেম্বর ২০২৪
"প্যারাডক্সিক্যাল সাজিদ: বিজ্ঞানের আলোকে ধর্মের যুক্তি"
১২ সেপ্টেম্বর ২০২৪
কেন খাবেন চিয়া সিড?
১১ সেপ্টেম্বর ২০২৪
খাঁটি ঘি এর নিশ্চয়তা দিচ্ছে একতা মার্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪
"আর রাহীকুল মাখতুম" রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও সংগ্রামের বিবরণ
০৯ সেপ্টেম্বর ২০২৪
রান্নার স্বাদ বাড়াতে একতা মার্টের মসলার
০৭ সেপ্টেম্বর ২০২৪