ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ


খেলা ডেস্ক
296

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩ | ০১:০৩:৫৪ পিএম
বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ



সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ২০ ওভারে ১৪২/৬ (বাংলাদেশ ১৫৮/২)

দ্বিতীয়বার ৩-০

এর আগে একবারই তিন বা এর বেশি ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছিল বাংলাদেশ, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।

এর বাইরে টি-টোয়েন্টিতে কেবল আর দুই সিরিজে সব ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ২০২০ সালে জিম্বাবুয়েকে ২-০ এবং গত বছর সংযুক্ত আরব আমিরাতকে একই ব্যবধানে হারায় তারা।

ইংল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম কোনো সিরিজ জিতল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তাদের প্রথমবারের মতো করতে পারল হোয়াইটওয়াশ।

টি-টোয়েন্টিতে কেবল তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশড হলো ইংল্যান্ড। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল ২-০ ব্যবধানে।

14 March 2023, 06:31 PM

 

১৬ রানের জয়

১৫৯ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ডকে ১৪২ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের করেছে হোয়াইটওয়াশ।

শেষ ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। হাসান মাহমুদের প্রথম দুই বলে বাউন্ডারি মেরে ইংল্যান্ডের আশা জাগিয়েছিলেন ক্রিস ওকস।

পরপর দুটি বাউন্ডারির পর ভীষণ ক্ষুব্ধ দেখায় বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে। তিনি সীমানার ফিল্ডারকে দিয়ে কিছু বলে বলে পাঠান হাসানকে। তার পরের চারটি বল ব্যাটেই খেলতে পারেননি ওকস ও ক্রিস জর্ডান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৮/২ (লিটন ৭৩, রনি ২৪, শান্ত ৪৭*, সাকিব ৪*; কারান ৪-০-২৮-০, ওকস ১-০-১২-০, রশিদ ৪-০-২৩-১, আর্চার ৪-০-৩৩-০, রেহান ৩-০-২৬-০, মইন ১-০-১২-০, জর্ডান ৩-০-২১-১)

ইংল্যান্ড: ২০ ওভারে ১৪২/৬ (মালান ৫৩, সল্ট ০, বাটলার ৪০, ডাকেট ১১, মইন ৯, কারান ৪, ওকস ১৩*, জর্ডান ২*; তানভির ২-০-১৭-১, তাসকিন ৪-০-২৬-২, সাকিব ৪-০-৩০-১, হাসান ৪-০-২৯-০, মুস্তাফিজ ৪-০-১৪-১, মিরাজ ২-০-১৮-০)

ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ৩-০তে জয়ী বাংলাদেশ


আরও পড়ুন: