ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

রাবি ভর্তির চূড়ান্ত আবেদন শুরু, ১ম পর্যায়ের আবেদন ১৫ এপ্রিল পর্যন্ত


ডেস্ক রিপোর্ট
192

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৩ | ০৫:০৪:৩২ এএম
রাবি ভর্তির চূড়ান্ত আবেদন শুরু, ১ম পর্যায়ের আবেদন ১৫ এপ্রিল পর্যন্ত ফাইল-ফটো



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনার্স ১ম বর্ষ ভর্তির প্রাথমিক সিলেকশন রেজাল্ট ৮ এপ্রিল রাতে প্রকাশ করা হয়েছে।

রাবি ভর্তির চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। ১ম পর্যায়ের আবেদন করা যাবে ১৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত। ভর্তি পরীক্ষা ফি ১৩২০/= টাকা।

চূড়ান্ত আবেদনের সময়সীমা
প্রথম দফা: ০৯-০৪-২০২৩ থেকে ১৫-০৪-২০২৩ পর্যন্ত।
দ্বিতীয় দফা: ১৭-০৪-২০২৩ থেকে ১৯-০৪-২০২৩ পর্যন্ত।
তৃতীয় দফা: ২৫-০৪-২০২৩ থেকে ২৯-০৪-২০২৩ পর্যন্ত।
চতুর্থ দফা: ০১-০৫-২০২৩ থেকে ০২-০৫-২০২৩ পর্যন্ত।
চারটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকারীর মধ্য হতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। ৮ এপ্রিল তারিখে প্রাথমিক সিলেকশন (নির্বাচন) রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে বলে রাবির ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিটের বিভিন্ন শাখায়  চূড়ান্ত আবেদনের জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের জিপিএ হলো-

এ-ইউনিটে যাদের বিজ্ঞানে–৫.০০, মানবিকে–৪.৫৮ এবং বাণিজ্যে–৫.০০ রয়েছে তারা নির্বাচিত হয়েছেন।

বি-ইউনিটে বিজ্ঞান ও বাণিজ্যের সবাই নির্বাচিত হয়েছেন।


মানবিকে যাদের ৫.০০ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন।

সি’ ইউনিটে যাদের বিজ্ঞানে–৫.০০, মানবিকে–৫.০০ এবং বাণিজ্যে– ৫.০০ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন।

পরীক্ষা কত নম্বরে
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।
ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।


আরও পড়ুন: