ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

বঙ্গবাজারে বুধবার থেকে চৌকি বসাতে পারবেন ব্যবসায়ীরা


ডেস্ক রিপোর্ট
255

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ | ০৪:০৪:৫৫ এএম
বঙ্গবাজারে বুধবার থেকে চৌকি বসাতে পারবেন ব্যবসায়ীরা ফাইল-ফটো



বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর সর্বস্বান্ত হয়েছেন হাজারো ব্যবসায়ী। ঈদের আগে এমন ভয়াবহতায় দিশেহারা অবস্থায় দিন কাটছে তাদের। আপাতত কোনোরকম বাঁচতে চাইছেন তারা। ঈদের আগেই অস্থায়ীভাবে পোড়া এলাকায় ব্যবসা করতে চাইছেন তারা। সেই প্রতিশ্রুতিও মিলেছে। তবে গতকাল শনিবার পর্যন্ত পোড়া ধ্বংসস্তূপ অপসারণ না করায় তাদের অপেক্ষার প্রহর বাড়ছে।

ব্যবসায়ীদের দাবি, মার্কেটের জায়গা দ্রুত পরিষ্কার করে সেখানে আবারও দোকান বসানোর ব্যবস্থা করা হোক। আর্থিক সহযোগিতার পাশাপাশি দোকান খোলার ব্যবস্থা করে দিলে বেঁচে থাকার কিছুটা অবলম্বন পাওয়া যাবে বলে বিশ্বাস তাদের।

শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমকে বলেন, আগামীকাল (সোমবার) থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান আরও জোরেশোরে চলবে। তাতে আশা করা যাচ্ছে সোমবারের মধ্যেই অধিকাংশ জিনিসপত্র সরানো সম্ভব হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকার কাজ ৭০ শতাংশের মতো হয়েছে। এসব কাজ শেষ হলে আগামী মঙ্গল কিংবা বুধবারের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে চৌকিতে বসে ব্যবসা শুরু করতে পারেন, তেমন পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণের মেয়র।

বঙ্গবাজার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় যাদের দোকান ছিল, তাঁরা কোথায় বসবেন, এমন এক প্রশ্নের উত্তরে শেখ ফজলে নূর তাপস বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে ৫ ফুট বাই সাড়ে ৩ ফুট হিসাবে সাড়ে ১৭ বর্গফুট জায়গা দেওয়া হবে। সেখানেই ব্যবসায়ীরা বসবেন এবং ব্যবসা করতে পারবেন। ঈদের আগে তাঁদের ক্ষতি যাতে কিছুটা পোষাতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে অর্থ অনুদান দেওয়া হবে বলে জানান মেয়র।

মেয়রের পাশে থাকা বঙ্গবাজারের ব্যবসায়ী নেতারা বলেন, তাঁরা দোতলার ব্যবসায়ীদেরও নিচের চৌকিতে বসার সুযোগ করে দেবেন। অনেকের দু-তিনটি দোকান ছিল। তবে আপাতত তাঁদের একটা জায়গা দেওয়ার হবে। তাতে সব ব্যবসায়ীর জন্য স্থান সংকুলান হবে বলে জানান তাঁরা। আপৎকালে সবাই যেন টিকে থাকতে পারেন, সেই বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, ঢাকা শহরের সব মার্কেটের কমিটিকে দুর্ঘটনা এড়াতে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তহবিলে সামর্থ্যবান সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।


আরও পড়ুন: