অগ্নিকাণ্ডের জন্য যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক
356
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ | ০২:০৪:২১ পিএম

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ডিজি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে ফুটওভার ব্রিজ ভাঙাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ফুটওভার ব্রিজ ভাঙার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, যা নেভানো যায়নি বলে অভিযোগ তাদের। আমরা আপাতত ফুটওভার ব্রিজ না ভাঙার দাবি জানিয়েছি। অন্তত সিয়ামের মাস বন্ধের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।
এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মার্কেট ও দ্বিতীয় তলায় লাগানো সিঁড়ি ভেঙে তিনি মার্কেটে আগুন দেন। নিচের কাপড়, ওপরের কাপড়, পাশের কাপড়- এই ঢালাই ফায়ার কাপড় লাফিয়ে লাফিয়ে লাইগা বাজারে প্রবেশ করেছে। এটা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের দোষ। তারা ব্রিজ ভেঙ্গে বাজার জ্বালিয়ে দিচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা
০২ ডিসেম্বর ২০২৪

নতুন বছরে ছাপা হচ্ছে ৪০ কোটি পাঠ্যবই, বাজেট বাড়ছে ৫৫০ কোটি টাকা
৩০ নভেম্বর ২০২৪

জানুয়ারিতে চালু হবে যমুনা রেল সেতু
২১ নভেম্বর ২০২৪

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে
১৮ নভেম্বর ২০২৪

শুল্ক প্রত্যাহারের পরেও স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের বাজার
১৪ নভেম্বর ২০২৪

মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪