কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত
ডেস্ক রিপোর্ট
268
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ | ১০:০৪:৫৩ এএম
মালবাহী ট্রেনে সঙ্গে ঢাকামুখী সোনার বাংলার ধাক্কা লেগে নির্বাচন কমিশনের (ইসি) ১২ কর্মকর্তা আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, আহত সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান।
তিনি বলেন, আমরা দুই কামরায় ছিলাম। মোট ১২ কর্মকর্তার মধ্যে চারজন একটু বেশি আহত হয়েছেন। তবে কাউকে হাসপাতালে নিতে হয়নি।
এদিকে ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, চট্টগ্রামে একটি প্রশিক্ষণ কর্মসূচি শেষে তারা ঢাকায় ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের উপজেলা অফিস থেকে আমাদের কর্মকর্তারা গিয়ে তাদের উদ্ধার করেন। রাতেই তারা ঢাকায় ফিরবেন।
আহত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার পিএস হাবিবা আক্তার, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দেয় ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেন। এতে ‘সোনার বাংলা’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে যায়। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
০৬ নভেম্বর ২০২৪
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
০৫ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ার পামবাগানে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি
০৫ নভেম্বর ২০২৪
নভেম্বরেই শুরু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল
৩০ অক্টোবর ২০২৪
ধর্ম উপদেষ্টাঃ ‘কমছে হজের খরচ,দুইদিনের মধ্যে ঘোষণা’
২৯ অক্টোবর ২০২৪