ঢাকা বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪
২১ এপ্রিল ২০২৪

ধানের বাম্পার ফলনের আশা, কৃষকের ঘাড়ে ব্যয়ের বোঝা


ডেস্ক রিপোর্ট
108

প্রকাশিত: ০১ মে ২০২৩ | ১২:০৫:৪৪ পিএম
ধানের বাম্পার ফলনের আশা, কৃষকের ঘাড়ে ব্যয়ের বোঝা ফাইল-ফটো



কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি ইরি-বোরো মৌসুমে  ধান কাটা মাড়াই শুরু হয়েছে। ধান কাটা, মাড়াই ও রোদে শুকানোসহ নানা কাজে ব‍্যস্ত দিন কাটাচ্ছেন কৃষক-কৃষাণীরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুল থাকলে ধানের বাম্পার ফলনের আশা উপজেলা কৃষি বিভাগের। তবে ধানের ন‍্যায‍্য মূল‍্য নিয়ে দূ:শ্চিন্তায় কৃষক।

গতকাল রবিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ব্রি -২৮ জাতের ধানসহ আগাম জাতের ধান কৃষকেরা কাটা শুরু করেছেন। তবে আগামী এক সপ্তাহের মধ‍্যে পুরোপুরিভাবে অন‍্যান‍্য জাতের ধান কাটা ও মাড়াই শুরু হবে বলে জানিয়েছেন তারা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানাগেছে, দফায় দফায় বিদ‍্যুৎ, সার, ডিজেলের মূল্য বৃদ্ধি ও কৃষি শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদনের খরচ আগের তুলনায় বেড়ে গেছে। আর ধানের ন‍্যায‍্য মূল‍্য না পেলে ধানে লোকশান হবে বলে আশঙ্কা করছেন তারা। বর্তমানে হাট-বাজার গুলোতে নতুন ধান প্রতিমণ ৭০০ থেকে ৭৫০ টাকা দরে ক্রয়-বিক্রয় হচ্ছে। এতে ইরি বোরো ধান চাষে লাভ করতে পারবেন না বলে জানিয়েছেন বর্গাচাষীরা।

 


আরও পড়ুন: