রাজধানীর একটি দোকানে চুরি, ভিআইপি ডিউটির অজুহাতে যায়নি পুলিশ
ডেস্ক রিপোর্ট
231
প্রকাশিত: ০২ মে ২০২৩ | ১০:০৫:১৫ এএম
রাজধানীর সাভারে দোকানে চুরি, ভিআইপি ডিউটির অজুহাতে যায়নি পুলিশ । গতকাল রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টা। বন্ধ দোকানের সামনে হাজির হয় তিন চোর। শাটারের মাঝখানে অংশ বাঁকা করে ভেতরে ঢুকে পড়ে এক চোর। বাকি দুজন বাইরে পাহাড়ায়। তারপর দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে বের হয়ে পালিয়ে যায়।
পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ঘটনাটি থানাকেও জানানো হয়। তবে একদিন পার হতে চললেও ঘটনাস্থলে যায়নি পুলিশ। ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকার মারিয়া এন্টারপ্রাইজ নামে একটি কসমেটিক্সের দোকানে।
আজ সোমবার (১ মে) সকালে খবর পেয়ে দোকানে ছুটে আসে দোকান মালিক। পরে থানায় যান। দোকান মালিক মো. মুরাদ বলেন, সকালে আশুলিয়া থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে গিয়ে চুরি বিষয়টি জানাই। পরে তিনি এস আই সোহেল নামে এক অফিসারের ফোন নম্বর দেন। কিন্তু তাকে দুইবার ফোন দিয়েছি।
কিন্তু তিনি আসেননি। তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজে তিনজনকে দেখেছি। কিন্তু কাউকে চিনতে পারিনি। আমার দোকানের থেকে নগদ এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। অন্য আর কিছু খোয়া যায়নি। এ বিষয়ে সোমবার (১ মে) রাত ১০টার দিকে আশুলিয়া থানার এস আই সোহেল রানা বলেন, আজকে কুরগাঁও এলাকায় চুরির ঘটনা শুনেছি। কিন্তু সারাদিন ভিআইপি নিয়ে দৌড়াদৌড়ি করেছি। এত ভিআইপি গেছে যাইতে পারি নাই।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জামাল হোসেন সিকাদার বলেন, অফিসারের তো যাওয়া উচিত ছিল। আমি খবর নিয়ে বিষয়টি দেখছি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
০৬ নভেম্বর ২০২৪
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
০৫ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ার পামবাগানে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি
০৫ নভেম্বর ২০২৪
নভেম্বরেই শুরু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল
৩০ অক্টোবর ২০২৪
ধর্ম উপদেষ্টাঃ ‘কমছে হজের খরচ,দুইদিনের মধ্যে ঘোষণা’
২৯ অক্টোবর ২০২৪