ঢাকা বুধবার
২৪ এপ্রিল ২০২৪
২১ এপ্রিল ২০২৪

ঢাকা-চট্টগ্রামসহ সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহবৃষ্টির সম্ভাবনা


ডেস্ক রিপোর্ট
160

প্রকাশিত: ০২ মে ২০২৩ | ০৩:০৫:৫৭ পিএম
ঢাকা-চট্টগ্রামসহ সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহবৃষ্টির সম্ভাবনা ফাইল-ফটো



আগামী ২৪ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রামসহ সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবারও (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সিলেট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বান্দরবানে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: