ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

পরীক্ষাকেন্দ্রে কর্তব্যে অবহেলা, সাত শিক্ষককে অব্যাহতি


ডেস্ক রিপোর্ট
242

প্রকাশিত: ০৪ মে ২০২৩ | ১১:০৫:৪১ এএম
পরীক্ষাকেন্দ্রে কর্তব্যে অবহেলা, সাত শিক্ষককে অব্যাহতি ফাইল-ফটো



কুমিল্লায় এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে দায়িত্বে অবহেলার দায়ে এক কেন্দ্র থেকে সাতজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (৩ মে) পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বরুড়া উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত সাতজন শিক্ষক হলেন, বরুড়া উপজেলার গালিমপুর টি সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার, মো. নোমান আহমেদ, এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, আবুল বাসার, রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান, ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদা বেগম, রাজামারা আলিম মাদরাসার শিক্ষক জামাল হোসেন।

বিষয়টি নিশ্চিত করে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা ঢাকা পোস্টকে বলেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আসে সাতজন শিক্ষকের বিরুদ্ধে। পরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাদের স্থলে নতুন শিক্ষক নেওয়া হবে। অব্যাহতিপ্রাপ্তরা এ বছর আর এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবেন না।


আরও পড়ুন: