চট্টগ্রামে গ্যাস সংকটে চুলা ‘বন্ধ’, হোটেলে বেড়েছে খাবারের দাম
ডেস্ক রিপোর্ট
295
প্রকাশিত: ১৪ মে ২০২৩ | ০৪:০৫:৫২ পিএম
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের সরবরাহ লাইনে চাপ কম রয়েছে। এতে বিভিন্ন এলাকার আবাসিক গ্রাহকরা রান্না করতে পারছেন না। হোটেল-রেস্টুরেন্টে খাবারের দাম বেড়ে গেছে। এ ছাড়া গাড়িতে সিএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় সড়কে কমে গেছে গ্যাসচালিত গাড়ি। ফলে অন্যান্য গাড়ির ভাড়া বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম নগরের দক্ষিণ পাহাড়তলী এলাকার বাসিন্দা সাবেক কলেজ শিক্ষক রেহেনা আক্তার সকালে ঘুম থেকে উঠে পরিবারের জন্য চা-নাশতা তৈরি করতে রান্নাঘরে গিয়ে দেখেন চুলায় গ্যাস নেই। পরে বাড়ির পাশের দোকান থেকে চা ও নাশতা কিনে এনে পরিবারের সবাই খেলেও বিপাকে পড়েছেন দুপুরের খাবার নিয়ে। যৌথ পরিবার, দুপুরে ২০-২২ জনের রান্না করতে হয়। রাইস কুকার দিয়ে রান্না সারার চেষ্টা করলেও কিছুক্ষণ পরপর বিদ্যুতের যাওয়া-আসায় তা-ও দুরূহ হয়ে পড়েছে।
একই অবস্থা নগরের অনেক এলাকায়। আগের দুই দিন গ্যাসের চাপ কম থাকলেও আজ রবিবার অধিকাংশ এলাকায় সকাল থেকে গ্যাস নেই। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। গ্যাস সংকটের কারণে বাসা-বাড়িতে দুর্ভোগই নয়, গ্যাসচালিত বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল থেকে গ্যাসের যানবাহন কমে যাওয়ায় অন্যান্য হালকা যানবাহনেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ের কারণেও মানুষ ভোগান্তিতে পড়েছে।
এদিকে আজ স্থানীয় একাধিক দৈনিকে র্কণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হওয়ার জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা
০২ ডিসেম্বর ২০২৪
নতুন বছরে ছাপা হচ্ছে ৪০ কোটি পাঠ্যবই, বাজেট বাড়ছে ৫৫০ কোটি টাকা
৩০ নভেম্বর ২০২৪
জানুয়ারিতে চালু হবে যমুনা রেল সেতু
২১ নভেম্বর ২০২৪
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে
১৮ নভেম্বর ২০২৪
শুল্ক প্রত্যাহারের পরেও স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের বাজার
১৪ নভেম্বর ২০২৪
মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪