ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
০৭ সেপ্টেম্বর ২০২৪

ঝড়-বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর


ডেস্ক রিপোর্ট
310

প্রকাশিত: ১৮ মে ২০২৩ | ১২:০৫:৩২ পিএম
ঝড়-বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ফাইল-ফটো



দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোণায়। রাজধানী ঢাকায় একই সময়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের সব জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে। নেত্রকোণায় সবচেয়ে বেশি ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিকেল বা সন্ধ্যায় রাজধানী ঢাকায় আবারও বৃষ্টি হতে পারে। তাছাড়া দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এদিকে, রাজধানীতে মধ্য ও শেষরাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হলেও ভোর ৬টার পর তুমুল বৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে স্কুল ও অফিসে যেতে ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। সদরঘাট, গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, নিউমার্কেট, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমণ্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর এলাকায় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ছাতা হাতে হেঁটে কিংবা বিভিন্ন যানবাহনে গন্তব্যস্থলে ছুটে যেতে দেখা গেছে।


আরও পড়ুন: