ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কোহলির


খেলা ডেস্ক
303

প্রকাশিত: ২২ মে ২০২৩ | ১০:০৫:১০ এএম
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কোহলির ফাইল-ফটো



চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো শত রানের দেখা পেলেন বিরাট কোহলি। এই সেঞ্চুরি দিয়ে ক্রিস গেইলের ছয় সেঞ্চুরিকে পিছনে ফেললেন তিনি। প্লে-অফে ওঠার বাঁচা-মরার ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছেন বিরাট। তার সেঞ্চুরিতে ১৯৭ রানের বিশাল সংগ্রহই পেয়েছিলো আরসিবি। তবে তাও যথেষ্ট হয়নি প্লে-অফে যাওয়ার জন্য।

১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুবমান গিলের হার না মানা ১০৪ রানের ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে জয় পেয়েছে গুজরাট। তাতে প্লে-অফে ওঠা হলোনা আরসিবির।
এদিকে কোহলির পর আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি আছে গেইলের। ৬টি সেঞ্চুরি করেছেন এই ক্যারিবীয় ব্যাটার। আগের ম্যাচে সেঞ্চুরি করে গেইলকে ছুঁয়েছিলেন কোহলি। এবার তাকে ছাড়িয়ে গেলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থানের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের। আইপিএলে তার শতক পাঁচটি। আর চারটি করে সেঞ্চুরি আছে তিনজন ব্যাটসম্যানের। তারা হলেন; লোকেশ রাহুল, শেন ওয়াটসন এবং ডেভিড ওয়ার্নার।  

আরও পড়ুন: