ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

বন্যায় তলিয়েছে নিম্নাঞ্চল


ডেস্ক রিপোর্ট
265

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩ | ১২:০৭:৫২ পিএম
বন্যায় তলিয়েছে নিম্নাঞ্চল ফাইল-ফটো



সিলেটে টানা ভারী বর্ষণে নগরজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দিনভর সেই জলাবদ্ধতায় ভুগেছেন নগরবাসী। একই সঙ্গে কয়েক দিনের টানা ভারী বর্ষণে সিলেটের নিম্নাঞ্চলে পানি ওঠা শুরু হয়েছে। সিলেট সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন জনপদের রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সুরমা, কুশিয়ারা, লোভা ও ধলাইসহ জেলার বিভিন্ন নদীর পানি কয়েকটি পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। তবে সব নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে।

 


আরও পড়ুন:

বিষয়: