ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

ওয়ানডেতে ভারতকে হারিয়ে মেয়েদের ইতিহাস


খেলা ডেস্ক
265

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ | ১০:০৭:২৫ এএম
ওয়ানডেতে ভারতকে হারিয়ে মেয়েদের ইতিহাস ফাইল-ফটো



 তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের ৪০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। ভারতীয় বোলারদের চাপে মাত্র ৪৩ ওভারে ১৫২ রান তুলে সবকটি উইকেট হারিয়ে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন আমানজত কৌর। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় ব্যাটরাদের সুবিধা করতে দেয়নি টাইগ্রেস বোলাররা। ৩৫.৫ ওভারে মাত্র ১১৩ রানেই ভারতকে অলআউট করে তারা। সফরকারীদের ৪০ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।


আরও পড়ুন: