ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

দূষণের শীর্ষে দুবাই, ঢাকা কত?


ডেস্ক রিপোর্ট
347

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩ | ১০:০৭:১১ এএম
দূষণের শীর্ষে দুবাই, ঢাকা কত? ফাইল-ফটো



বুধবার (১৯ জুলাই) বায়ুদূষণে শীর্ষে ১০-এর তালিকায় ঢাকার অবস্থান নেই। একই দিন এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ১৮৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই।

র্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। 

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। চলতি বছরের জানুয়ারিতে ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের শীর্ষ তালিকায় নাম আসছিল বাংলাদেশের রাজধানীর। পরে ঢাকার নাম ওঠানামা করতে থাকে। পবিত্র ঈদুল আজহার সময় কয়েক দিন ধরেই ঢাকার বায়ুমান উন্নতির দিকে। বিশেষ করে ঈদের ছুটির সময় কয়েক দিন ঢাকা ও তার আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ায় বায়ুমানের যথেষ্ট উন্নতি হয়েছে। কয়েকদিন ধরে ১০ এর তালিকায় নেই ঢাকার নাম।


আরও পড়ুন: