ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

বর্তমানে বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে


ডেস্ক রিপোর্ট
249

প্রকাশিত: ২২ জুলাই ২০২৩ | ০৫:০৭:৫১ পিএম
বর্তমানে বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে ফাইল-ফটো



বিশ্বব্যাপী ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। অনেক মানুষ সারাক্ষণ কষ্ট পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে সতর্ক করেছে যে বিশ্বের জনসংখ্যার অর্ধেক ডেঙ্গু জ্বরের হুমকিতে রয়েছে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে এ বছর বিশ্বব্যাপী মশাবাহিত রোগের খবর পাওয়া যাবে।

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অবহেলিত ক্রান্তীয় রোগ নিয়ন্ত্রণের অফিসের বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ২০০০ থেকে ২০২২ সালের ২২  বছরে বিশ্বব্যাপী ডেঙ্গু আক্রান্তের অনুপাত আট গুণ বেড়েছে। এ বছর তা আরও বাড়তে পারে।

ডব্লিউএইচওর বিশেষজ্ঞ বলেন, হাতে থাকা তথ্য অনুসারে বর্তমানে বিশ্বের ১২৯টি দেশে ৫২ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। তাদের মধ্যে প্রায় ৩০ লাখ মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের। আমেরিকার দেশগুলোর মধ্যে বলিভিয়া, প্যারাগুয়ে এবং পেরুতে আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি।


আরও পড়ুন:

বিষয়: