ঢাকা রবিবার
২৮ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু


ডেস্ক রিপোর্ট
171

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩ | ০২:০৭:২৫ পিএম
ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু ফাইল-ফটো



ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা (ডব্লিওটিও উইং) মারা গেছেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বারডেম হাসপাতালে মারা যান তিনি।

৩০তম বিসিএস কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত দুই দিন ধরে বারডেম হাসপাতালে ছিলেন।

নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ডেঙ্গু  নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিনদিনই বাড়ছে। এই বছর এই পর্যন্ত সংখ্যাটি ৩৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে দেড় শতাধিক জনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন:

বিষয়: