ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

এশিয়া কাপের দলে তানজিদ, নেই রিয়াদ


খেলা ডেস্ক
165

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ | ১০:০৮:৩৫ এএম
এশিয়া কাপের দলে তানজিদ, নেই রিয়াদ ফাইল-ফটো



আসন্ন এশিয়ান কাপের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার (১২ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট নির্বাচক কমিটি ১৭ সদস্যের দলের  ঘোষণা করে। প্রথম অনূর্ধ্ব-১৯ , বিশ্বকাপ বিজয়ী তানজিদ হাসান তামিমকে প্রথমবারের মতো দলে ডাকা হয়েছিল। দলে রাখা হয়নি সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে।
চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মাহমুদউল্লাহ। তাকে দলে না রাখার বিষয়ে দলের প্রধান কোচ মিনহাজুল আবিদিন বলেছেন: তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আমরা মনে করেছি, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ভালো হয়েছে।
ইমার্জিং এশিয়া কাপে দারুণ ক্রিকেট খেলেছেন তরুণ তানজিদ তামিম। সেজন্য জাতীয় দলের দরজা খুলেছে তার জন্য।
এশিয়া কাপের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।


আরও পড়ুন: