ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

বিশ্বকাপে প্রস্তুতি ম‌্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড


খেলা ডেস্ক
246

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩ | ১০:০৮:২৬ এএম
বিশ্বকাপে প্রস্তুতি ম‌্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ফাইল-ফটো



ওয়ানডে বিশ্বকাপের মূল সূচি ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগেই। এবার প্রস্তুতি ম্যাচ খেলার সূচি ঘোষণা করল আইসিসি। টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং দুই দিন পর (২ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। দুটি ম্যাচই হবে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে।

বিশ্বকাপের প্রস্তুতি ম‌্যাচের সূচি:

২৯ সেপ্টেম্বর:
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি)।

দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (গ্রিনফিল্ড ইন্টারন‌্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম)
নিউ জিল‌্যান্ড বনাম পাকিস্তান (রাজীব গান্ধী ইন্টারন‌্যাশনাল স্টেডিয়াম, হায়দরাবাদ)

৩০ সেপ্টেম্বর:
ভারত বনাম ইংল‌্যান্ড (বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি)।

 

অস্ট্রেলিয়া বনাম নেদারল‌্যান্ডস (গ্রিনফিল্ড ইন্টারন‌্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম)।

২ অক্টোবর:
বাংলাদেশ বনাম ইংল‌্যান্ড (বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি)।

 

নিউ জিল‌্যান্ড বানম দক্ষিণ আফ্রিকা (গ্রিনফিল্ড ইন্টারন‌্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম)।

৩ অক্টোবর:
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি)।

 

ভারত বনাম নেদারল‌্যান্ডস (গ্রিনফিল্ড ইন্টারন‌্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম)।

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (রাজীব গান্ধী ইন্টারন‌্যাশনাল স্টেডিয়াম, হায়দরাবাদ)।


আরও পড়ুন: