ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আশঙ্কা


ডেস্ক রিপোর্ট
235

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৯:১৮ এএম
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আশঙ্কা ফাইল-ফটো



ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় দুপুর ১টার মধ্যে রাজধানীসহ দেশের ১৩টি অঞ্চলে আঘাত হানতে পারে। বৃষ্টি হতে পারে. বুধবার ৬ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।


আরও পড়ুন:

বিষয়: