ঢাকা রবিবার
২৮ এপ্রিল ২০২৪
১৭ মার্চ ২০২৪

ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ৮০০


ডেস্ক রিপোর্ট
153

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০৯:০৭ এএম
ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ৮০০ ফাইল-ফটো



গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর দেশে ডেঙ্গু জ্বরে ৮০৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৫৯৮ জন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে পাঁচজন ঢাকায় এবং নয়জন ঢাকার বাইরে চিকিৎসাধীন ছিলেন। আর নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ৮৮১ জন ঢাকার এবং ১,৭১৭ জন ঢাকার বাইরের।

এর আগে, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন


আরও পড়ুন: