ঢাকা সোমবার
০৯ ডিসেম্বর ২০২৪
০৬ নভেম্বর ২০২৪

চার কোটি ডিম আমদানির অনুমোদন


ডেস্ক রিপোর্ট
287

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:০৯:২৭ পিএম
চার কোটি ডিম আমদানির অনুমোদন ফাইল-ফটো



দেশে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি দপ্তরের যুগ্ম নিয়ন্ত্রক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।    

আপাতত চারটি প্রতিষ্ঠান এই ডিম আমদানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ শর্তে এই ডিম আমদানি করতে হবে। সেগুলো হলো—ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ থাকতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। শুল্ক-কার পরিশোধ করতে হবে। সরকারি বিধি-বিধান পতিপালন সাপেক্ষে আমদানি করতে হবে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হয়নি। তাই ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে।


আরও পড়ুন: