আফগানদের ১৫৬ রানে গুঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা
খেলা ডেস্ক
246
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩ | ১০:১০:৪৮ এএম
বিশ্বকাপের ১৩তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল। এই ম্যাচের মধ্য দিয়ে চলতি আসর শুরু করল এশিয়ার দল দুটি। প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় উভয়ে। আফগানিস্তানের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দিয়েছে টাইগার বাহিনী। সাকিব-মেহেদির ঘূর্ণিতে ৭ উইকেট হারিয়ে ধুকছে আফগানরা। এর মধ্যে সাকিব একাই নিয়েছেন ৩ উইকেট। আর মেহেদি নেন ২ উইকেট।মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। এই রান তাড়া করতে নেমে ৯২ বল ও ৬ উইকেট জয় তুলে নেয় টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। আর ব্যাটিংয়ে নেমে চার-ছক্কায় দলীয় সংগ্রহ এগিয়ে নিয়ে যাচ্ছিল দুই আফগান ওপেনার। তখন বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। আর নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন ইব্রাহিম জারদানের উইকেটটি।
ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেছেন, আমি খুব খুশি। ‘আমাদের বিশ্বাস ছিল, উইকেট নিতে পারলে ঘুরে দাঁড়াতে পারব। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা সহজ ছিল না। কিন্তু যেভাবে আমরা ব্যাটিং ও বোলিং করেছি, আমি খুশি।’
সাকিব বলেছেন, ‘এখানে আমরা অনুশীলন করে যাচ্ছি। জিততে চাইলে (কঠিন আউটফিল্ডের) সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের তিন-চারজন ফাস্ট বোলার আছে। তারা যেকোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারে। এটা লম্বা একটা টুর্নামেন্ট। আমি আশা করছি, তারা পরের ম্যাচগুলোয় আরও ভালো বোলিং করবে।’
জয়ের জন্য মিরাজকে কৃতিত্ব দিলেন সাকিব, ‘মেহেদী (মিরাজ) ভালো খেলছে। ড্রেসিংরুমে আরেকজন আছে শান্ত। তারা সব সময়ই দলের জন্য ভালো খেলতে উন্মুখ থাকে।’
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪