যে ৫ লক্ষণে জানতে পারবেন রক্তে শর্করার মাত্রা বাড়ল কি না
ডেস্ক রিপোর্ট
228
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩ | ০৬:১০:৪৬ পিএম
১) বার বার প্রস্রাবের বেগ
সারা দিন কাজের মধ্যে থেকে জল খেতে ভুলে যান অনেকেই। কিন্তু তার পরও যদি দু’মিনিট অন্তর প্রস্রাবের বেগ আসে তখন অবশ্য সতর্ক হওয়া প্রয়োজন। এমন লক্ষণ কিন্তু রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে হতে পারে।
২) গলা শুকিয়ে যাওয়া
গরমকালে এমনিতেই তেষ্টা বেশি থাকে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেয়েও যদি সব সময়ে গলা শুকিয়ে থাকে, তা হলে বুঝতে হবে রক্তে শর্করার মাত্রা বেশি।
৩) ক্লান্তি
বার বার প্রস্রাবের ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে শর্করা এবং বিভিন্ন খনিজ বেরিয়ে গেলে ক্লান্ত লাগা স্বাভাবিক। ডায়াবিটিসে আক্রান্ত হলে প্রস্রাবের পরিমাণও বেড়ে যায়।
৪) দাঁতের সমস্যা
রক্তে অতিরিক্ত শর্করা থাকলে মুখে ব্যাক্টেরিয়ার বাড়বাড়ন্ত হয়। ওই ব্যাক্টেরিয়াগুলিই দাঁতের ক্ষতি করে। দীর্ঘ দিন শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে মাড়ি থেকে রক্ত পড়া, এমনকি মাড়িতে ঘা পর্যন্ত হতে পারে।
৫) ক্ষত শুকোতে সময় লাগা
সামান্য কাটাছেঁড়ায় বা ছড়ে গেলে দু’-তিন দিনের মধ্যেই তা শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু এই সামান্য ক্ষত যদি সারতেই ৭-১০ দিন সময় লেগে যায়, সে ক্ষেত্রেও কিন্তু রক্তে শর্করার মাত্রা বেশি থাকতে পারে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
সাগরে লঘুচাপ, রংপুর বিভাগে বন্যার শঙ্কা
২৬ সেপ্টেম্বর ২০২৪
"প্যারাডক্সিক্যাল সাজিদ: বিজ্ঞানের আলোকে ধর্মের যুক্তি"
১২ সেপ্টেম্বর ২০২৪
কেন খাবেন চিয়া সিড?
১১ সেপ্টেম্বর ২০২৪
খাঁটি ঘি এর নিশ্চয়তা দিচ্ছে একতা মার্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪
"আর রাহীকুল মাখতুম" রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও সংগ্রামের বিবরণ
০৯ সেপ্টেম্বর ২০২৪
রান্নার স্বাদ বাড়াতে একতা মার্টের মসলার
০৭ সেপ্টেম্বর ২০২৪