সঠিক উপায়ে ফল না খাওয়ার ক্ষতি
ডেস্ক রিপোর্ট
225
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩ | ০৫:১০:২৮ পিএম
ফল খাওয়ার উপকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কোন সময় ফল খেলে বেশি উপকার মিলবে এবং কোন সময়ে ফল খাওয়া উপকারী নয় সে সম্পর্কে অনেকেই জানতে চান।
১) খাওয়ার পর ফল খেলে হজম ভাল হয়। এই ধারণা ঠিক নয়। খাওয়ার পর ফল খেলে তা হজম হতে অনেক সময় লাগে। ফল হজম না হয়ে অনেক ক্ষণ পেটে থাকলে বুকজ্বালা, ঢেকুর, বদহজমের সমস্যা দেখা দেয়। ওজনও বাড়ে। তাই ভরা পেটে ফল না খেয়ে খালি পেটে ফল খান। এতে ফলের প্রয়োজনীয় উপাদান, পানি, ফাইবার সহজে হজম হবে। শরীরের পক্ষেও এই অভ্যাস ভাল।
২) খাবারের সঙ্গে ফল খেলে ওজন কমে। এমন ধারণাও রয়েছে অনেকের। এটা কিন্তু ভরা পেটে ফল খাওয়ার মতোই মারাত্মক। এর থেকেও ওজন বাড়ার সম্ভাবনা রয়েছে। একসঙ্গে অনেক রকম ফল খেতে পারেন। কিন্তু অন্য কোনও খাবারের সঙ্গে ফল খাবেন না।
৩) অনেকেই মনে করেন সকালে উঠে খালি পেটে ফল খেলে অম্বল হয়। এটাও ঠিক নয়। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, সকালে উঠে খালি পেটে ফল খাওয়া সবচেয়ে ভাল অভ্যাস। হজম ভাল হয়। ফলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের টক্সিন দূর করতেও সাহায্য করে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
সাগরে লঘুচাপ, রংপুর বিভাগে বন্যার শঙ্কা
২৬ সেপ্টেম্বর ২০২৪
"প্যারাডক্সিক্যাল সাজিদ: বিজ্ঞানের আলোকে ধর্মের যুক্তি"
১২ সেপ্টেম্বর ২০২৪
কেন খাবেন চিয়া সিড?
১১ সেপ্টেম্বর ২০২৪
খাঁটি ঘি এর নিশ্চয়তা দিচ্ছে একতা মার্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪
"আর রাহীকুল মাখতুম" রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও সংগ্রামের বিবরণ
০৯ সেপ্টেম্বর ২০২৪
রান্নার স্বাদ বাড়াতে একতা মার্টের মসলার
০৭ সেপ্টেম্বর ২০২৪