ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

এক পায়ে খেলে ম্যাচ জেতানোর পর ম্যাক্সওয়েলের ইনিংসের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর


খেলা ডেস্ক
232

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩ | ০৫:১১:০০ পিএম
এক পায়ে খেলে ম্যাচ জেতানোর পর ম্যাক্সওয়েলের ইনিংসের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর ফাইল-ফটো



মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচে অস্ট্রেলিয়াকে একার হাতে জয় এনে দেন গ্লেন ম্যাক্সওয়েল। ২১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে মাত্র ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। 
স্বাভাবিকভাবেই ম্যাক্সওয়েলের এমন অতিমানবিক ইনিংস নিয়ে ধন্য ধন্য রব ক্রিকেট বিশ্বে। 
তবে অনেকেরই হয়তো এটা মনে নেই যে, ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ডাবল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার নন ম্যাক্সওয়েল।
যখন ৯১ রানে ৭ উইকেটের পর ম্যাক্সওয়েল ঝড়ো ইনিংস খেলেন তখন ৬৮ বলে ১২ রান করে অন্যদিক থেকে উইকেট পড়তে দেননি অজি অধিনায়ক।
ম্যাক্সওয়েলের বিস্ময়কর ম্যাচ জয়ী পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ভক্তরা তাকে ক্র্যাম্প সত্ত্বেও দুর্দান্ত খেলার জন্য আহত সিংহের সাথেও তুলনা করেছেন।
তাঁর এই ইনিংস মনে করিয়ে দিল মাইকেল বেভানের ইনিংসকে। 
তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের ইনিংস খেলে প্রমাণ করে দিলেন মাইকেল বেভানের স্থানটা যদি কেউ নিতে পারে তাহলে সেটা তিনি। 
চলতি বিশ্বকাপে একেরপর এক রেকর্ড তৈরি করছেন তিনি। এবার দলকে সেমিতে প্রবেশ করিয়ে আরও একটি রেকর্ড তৈরি করলেন।
 আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের ইনিংসটাকে একবাক্যে ব্যাখ্যা করতে গেলে এভাবেই করতে হবে। হারতে বসা দলকে টেনে তুললেন। 
কয়েকবার আউট হওয়ার হাত থেকে বাঁচলেও এক পায়ে যেভাবে ম্যাচ জেতালেন তা বিশ্বকাপের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 
এক পায়ে খেলে ম্যাচ জেতানোর পর ম্যাক্সওয়েলের ইনিংসের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর।
জানালেন তাঁর দেখা সেরা ইনিংস খেললেন ম্যাক্সওয়েল। এই ইনিংস তিনি জীবনে দেখেননি বলেও মন্তব্য করেন। তবে তিনি ইব্রাহিম জারদানের প্রশংসা করেন। 
অভিজ্ঞতার অভাবে এদিন ডুবতে হয়েছে আফগানিস্তানকে। তবে হারলেও সেমিফাইনালের যাওয়ার সম্ভবনা রয়েছে তাদের সামনে।


আরও পড়ুন: