ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
১৭ মার্চ ২০২৪

কিডনিতে পাথর জমছে! বুঝবেন কীভাবে?


ডেস্ক রিপোর্ট
122

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩ | ০৩:১১:১৩ পিএম
কিডনিতে পাথর জমছে! বুঝবেন কীভাবে? ফাইল-ফটো



কিডনিতে পাথর জমছে কি না কীভাবে বুঝবেন?

১. কিডনির সমস্যায় ভুগলে তার ছাপ পড়লে আপনার প্রস্রাবে। রঙ বদল হচ্ছে কি-না খেয়াল রাখুন। লালচে বা বাদামি প্রস্রাব পাথর জমলেও হয়। তাই চিকিৎসকের দ্বারস্থ হন।

২. কোমরের ব্যথা দিয়েও এর লক্ষণ প্রকাশ পায়। সঙ্গে মূত্রে জ্বালা, রঙের বদল এ সবের সঙ্গে কোমর ও তলপেটে ব্যথা থাকলে সচেতন হোন।

৩. জ্বর ও বমির প্রবণতাও যুক্ত হয়। 

এসব লক্ষণ দেখা দেয়ার আগেই কিডনির যত্ন নিন। প্রতি তিন মাস অন্তর সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন। সঙ্গে শরীরের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী নিয়মিত পানি পান করুন।


আরও পড়ুন: