বাংলাদেশ হল আইএমওর কাউন্সিল সদস্য
ডেস্ক রিপোর্ট
194
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩ | ০৪:১২:১১ পিএম
আন্তর্জাতিক সমুদ্র-বিষয়ক সংস্থার (আইএমও) সি ক্যাটাগরিতে আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
লন্ডনের বাংলাদেশ হাই-কমিশন জানায়, আইএমওর ১৬৬ সদস্যের মধ্যে ১২৮ ভোট পেয়ে অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে বাংলাদেশ জয়লাভ করল।
শনিবার (২ ডিসেম্বর) লন্ডনের বাংলাদেশ হাই-কমিশন এ তথ্য জানায়।
শুক্রবার লন্ডনে জাতিসংঘের শিপিং সংক্রান্ত বিশেষায়িত এই এজেন্সির ৩৩তম অধিবেশনে আইএমও কনভেনশনের ১৬ ও ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য পদে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে ২০২৪-২০২৫ মেয়াদের জন্য ৪০ সদস্যের নতুন আইএমও কাউন্সিল নির্বাচিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন ক্যাটাগরির মধ্যে 'এ' ক্যাটাগরির দেশের সংখ্যা ১০টি; আন্তর্জাতিক শিপিং পরিষেবা দিতে আগ্রহী দেশগুলো এই ক্যাটাগরির সদস্য দেশ।
'বি' ক্যাটাগরিতেও দেশের সংখ্যা ১০টি; এই দেশগুলো আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে আগ্রহী।
'এ' ও 'বি' ক্যাটাগরিতে নির্বাচিত নয়, কিন্তু সামুদ্রিক পরিবহনে বিশেষ আগ্রহী এমন ২০টি দেশ 'সি' ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে।
১৭৫টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত 'আইএমও' জাতিসংঘের শিপিং সংক্রান্ত সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা। এটি শিপিং সুরক্ষা ও নিরাপত্তা এবং সামুদ্রিক ও বায়ু দূষণ প্রতিরোধে কাজ করে। এছাড়া 'আইএমও' জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকেও সহায়তা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন অধিদপ্তর বাংলাদেশের আইএমও'র 'ফোকাল পয়েন্ট' হিসেবে দায়িত্ব পালন করে।
এবারের নির্বাচনে নৌপরিবহন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম থেকে সক্রিয় ভূমিকা পালন করে। এই অর্জন বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং বৈশ্বিক মেরি-টাইম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমর্থনের একটি প্রমাণ। এ বছরের জুনে নিরাপদ জাহাজ পুনর্ব্যবহার সংক্রান্ত হংকং কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন যা আন্তর্জাতিক মেরি-টাইম মানদণ্ড বজায় রাখতে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত করেছে; তা এই নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করেছে। এই নির্বাচন মেরি-টাইম সেক্টরকে সুগঠিত ও সুশৃঙ্খল এবং সংগঠিত করবে যার মাধ্যমে বাংলাদেশ জাহাজ নির্মাণ, জাহাজ পরিচালনা এবং জাহাজ পুনর্ব্যবহার সেক্টরের দক্ষতা বৃদ্ধি করে বৈশ্বিক খ্যাতি অর্জন করবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
০৬ নভেম্বর ২০২৪
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
০৫ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ার পামবাগানে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি
০৫ নভেম্বর ২০২৪
নভেম্বরেই শুরু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল
৩০ অক্টোবর ২০২৪
ধর্ম উপদেষ্টাঃ ‘কমছে হজের খরচ,দুইদিনের মধ্যে ঘোষণা’
২৯ অক্টোবর ২০২৪