এলপিজি গ্যাসের দাম আবার বাড়ল
ডেস্ক রিপোর্ট
198
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩ | ০৬:১২:১৬ পিএম
রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
প্রতি মাসের প্রথম সপ্তাহে এলপিজির সমন্বয়-কৃত দর ঘোষণা করে বিইআরসি।
সেই হিসাবে সবচেয়ে বেশি প্রচলিত এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ২৩ টাকা বেড়ে ১৪০৪ টাকা হয়েছে, যা নভেম্বর মাসে ছিল ১৩৮১ টাকা। একই হারে এলপিজির অন্যান্য সিলিন্ডারের দামও ঠিক করা হয়েছে।
এর আগে নভেম্বর মাসে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
বিইআরসির চেয়ারম্যান বলেন, “আন্তর্জাতিক বাজারদর অপরিবর্তিত থাকলেও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে। গতমাসে ডলারের গড় দর ছিল ১১৩ টাকা ৯২ পয়সা, যা চলতি মাসে কিছুটা বাড়িয়ে ১১৬ টাকা ৩৯ পয়সা ধরা হয়েছে।
ডিসেম্বর মাসের জন্য সৌদি আরাম-কো ঘোষিত সিপি অনুযায়ী এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের মিশ্রণের গড় মূল্য ধরা হয়েছে প্রতি টন ৬১৬ দশমিক ৫০ ডলার, যা আগের মাস নভেম্বরেও একই ছিল।
ডিসেম্বর মাসের জন্য রেটিকুলেটেড এলপিজির দাম ধরা হয়েছে প্রতি-কেজি ১১৩ টাকা ২০ পয়সা। আর যানবাহনে ব্যবহৃত অটো-গ্যাসের দাম ধরা হয়েছে প্রতি লিটার ৬৪ টাকা ৪৩ পয়সা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর তথা মূসকসহ সাড়ে পাঁচ কেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ৬৪৪ টাকা। এ ছাড়াও ১৫ কেজি এলপিজির দাম ১ হাজার ৭৫৫ টাকা, ২০ কেজির দাম দুই হাজার ৩৪০ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৯২৬ টাকা ও ৩০ কেজির দাম ৩ হাজার ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সামিট গ্রুপের সঙ্গে দ্বিতীয় এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল
০৮ অক্টোবর ২০২৪
এবার হজ্বে যাওয়া যাবে জাহাজে
০৮ অক্টোবর ২০২৪
দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীঃ প্রধান উপদেষ্টা
০৭ অক্টোবর ২০২৪
বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
০৭ অক্টোবর ২০২৪
গণত্রাণের ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা
০৩ অক্টোবর ২০২৪
পাঁচ চালানে ভারতে গেল ২৭৬ টন ইলিশ,প্রতি কেজি ১০ ডলার
০৩ অক্টোবর ২০২৪