ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

টস জিতে ব্যাটিংয়ের বাংলাদেশ


খেলা ডেস্ক
118

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩ | ১০:১২:২১ এএম
টস জিতে ব্যাটিংয়ের বাংলাদেশ ফাইল-ফটো



আরও একবার কয়েন-ভাগ্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। সিলেটের মতো মিরপুরেও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে রঙিন শুরু পেয়েছে বাংলাদেশ। যেখানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে জয় নিয়ে; বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশনে আজ শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি বাংলাদেশ।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন মিরপুরের আকাশ। দিনের পরের অংশে আছে বৃষ্টির পূর্বাভাস। এর মাঝেই আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ। শুরুর দিকের চ্যালেঞ্জটা উৎরাতে হবে টপ-অর্ডার ব্যাটসম্যানদের।
সিলেটে স্মরণীয় জয় এনে দেওয়া একাদশেই আস্থা রেখেছে বাংলাদেশ। স্বাগতিকদের দলে নেই কোনও পরিবর্তন। ম্যাচের আগের দিন আঙুলে চোট পেলেও টিকে গেছেন নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।
সিলেটে হেরে যাওয়া নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে একাদশে। লেগ স্পিনার ইশ সোধির বদলে তারা ফিরিয়েছে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টারকে।
নিউ জিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।


আরও পড়ুন: