ফিলিপিন্সে বাস গিরিখাতে: মৃত্যু বেড়ে ১৭
ডেস্ক রিপোর্ট
206
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩ | ০৫:১২:৩২ পিএম
ফিলিপিন্সের মধ্যাঞ্চলের অ্যান্টিকে প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যুর পর হাসপাতালে আরও এক যাত্রী মারা যান বলে বুধবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
মঙ্গলবার বিকালে ওই দুর্ঘটনা ঘটে। ব্রেক ঠিকমত কাজ না করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায় বলে পরে এক সংবাদ সম্মেলনে জানান স্থানীয় গভর্নর রোদোরা কাদিয়াও। তিনি বলেন, আহতদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। আর চারজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন।
দুর্ঘটনার পর স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রথমে বাসটির ২৮ আরোহীর সবাই মারা গেছে বলে জানিয়েছিল।
গভর্নর কাঁদিও জানান, বাসটি প্রতিবেশী প্রদেশ ইলোইলো থেকে অ্যান্টিকে প্রদেশের কুলাসিতে যাচ্ছিল। কিন্তু একটি আঁকাবাঁকা সড়কে বাসটির ব্রেকে ত্রুটি দেখা দেয় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ মিটার নিচে গিরিখাতে পড়ে যায়।
“আমরা ওই এলাকাকে কিলার কার্ভ (খুনি বাঁক) বলি। এটি দ্বিতীয় বাস যেটি সেখানে গিরিখাতে পড়েছে।”
যেসব মৃতদেহ চোখে পড়েছে সেগুলো সব উদ্ধারের পর ওই এলাকায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন অ্যান্টিকের গভর্নর।
কাদিয়াও বলেন, “প্রকৌশলীরা খুবই ত্রুটি-পূর্ণভাবে সড়কটির নকশা করেছেন। আমি এর আগেও সড়কটি খারাপ বলে জানিয়েছি।”
ফিলিপিন্সে সড়ক পরিবহন ব্যবস্থায় নজরদারির অভাব এবং সড়ক রক্ষণাবেক্ষণ কাজে দুর্বলতা চোখে পড়ার মত।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪