ভিয়ারিয়ালকে উড়িয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
খেলা ডেস্ক
284
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩ | ১০:১২:০৩ এএম
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে রিয়াল মাদ্রিদের জয় ৪-১ গোলে। গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠে পয়েন্ট হারানোর পর লিগে জয়ে ফিরল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।
রিয়াল মাদ্রিদের হয়ে এ ম্যাচে গোল করেছেন জুডে বেলিংহাম, রদ্রিগো, ব্রাহিম দিয়াজ ও লুকা মডরিচ।
মডরিচের কাছ থেকে পাস পেয়ে ২৫ মিনিটে বেলিংহাম প্রথমে দলকে এগিয়ে নেন। লিগে এটা বেলিংহামের ১৩তম গোল।
৩৭তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে জটলার মধ্যে ভাসকেসের ছোট পাস পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এ গোলটি প্রথম অফ-সাইডের অজুহাতে বাতিল করা হয়েছিল।
দ্বিতীয় হাফের শুরুতেই ভিয়ারিয়াল গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ম্যাচের ৫৪ মিনিটে হোসে লুইস মোরালেস গোল করেন।
কিছুক্ষণ বাদেই চার মিনিটের মধ্যে দুই গোল করে জয়ের সম্ভাবনাকে জোরাল করে রিয়াল মাদ্রিদ। ৬৪তম মিনিটে মাঝমাঠের কাছে ফ্রান গার্সিয়ার পাস নিয়ন্ত্রণে নেওয়ার মাঝেই দারুণ ভঙ্গিতে একজনকে ফাঁকি দিয়ে ছুটতে থাকেন দিয়াস। ডি-বক্সে ঢুকে আরও একজনকে কাটিয়ে নিখুঁত শটে দলকে ফের দুই গোলে এগিয়ে নেন স্প্যানিশ উইঙ্গার।
আর ম্যাচের ৬৮ মিনিটে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি ঢোকান মদ্রিচ। ডি-বক্সে বল পেয়ে হালকা শটে বল জালে জড়ান এই ক্রোয়াট মিডফিল্ডার। এতে রিয়ালের সহজ জয় নিশ্চিত হয়।
১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জিরোনা। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪