বর্ষসেরা ফুটবলার আর্লিং হলান্ড, সেরা গোলরক্ষক ব্রাজিলিয়ান এডারসন
খেলা ডেস্ক
275
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ | ০৫:১২:২৬ পিএম
বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। তৃতীয় হন মেসি। আর দ্বিতীয় পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
২০২২-২৩ মৌসুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হলান্ড। প্রিমিয়ার লীগের দলটিতে গিয়ে তা-ব চালাতে থাকেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। ২০২৩ সালের উয়েফার বর্ষসেরা খেতাব জেতা হলান্ড চলতি বছর এখন পর্যন্ত ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল। ১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস।
প্রথম নরওয়েজিয়ান এবং ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন হলান্ড। বর্ষসেরার লড়াইয়ে ২০৮ পয়েন্ট পেয়েছেন তিনি। দ্বিতীয় হওয়া এমবাপ্পে পান ১০৫ ভোট। আর মেসি পেয়েছেন মাত্র ৮৫ ভোট।
অ্যালিসন বেকারের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এডারসনকে সেরা গোলরক্ষক নির্বাচিত করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএইচএস)।
২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে আইএফএফএইচএসের তালিকায় ধারাবাহিকভাবে সেরা ১০ জনের মধ্যে থাকতেন এডারসন। তবে তাকে বর্ষসেরার স্বীকৃতি পেতে ২০২৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হলো। চলতি বছরে ম্যানচেস্টার সিটির সব ট্রফি জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এডারসন।
১৪৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজকে বেশ পেছনে ফেলে প্রথম হয়েছেন এডারসন। মার্টিনেজ এবার ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন। ২০২২ সালেও দ্বিতীয় হয়েছিলেন অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক। আর ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। আইএফএফএইচএসের বিবেচনায় ২০১৮ সালে বর্ষসেরা হয়েছিলেন কোর্তোয়া।
উয়েফার বর্ষসেরা এবং ব্যালন ডি’অর জয়ের পর মেয়েদের আইএফএফএইচএস বর্ষসেরা ফুটবলারের খেতাবও জিতলেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আইতানা বোনমাতি। সেরা কিপারের পুরস্কার পেয়েছেন ইংলিশ গোলরক্ষক মেরি ইয়ার্পস।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪