ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে


ডেস্ক রিপোর্ট
241

প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২৪ | ০৫:০১:০৪ পিএম
কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে ফাইল-ফটো



রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় আসছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (১ জানুয়ারি) বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জন-সভাস্থলে আসেন তারা। এ জনসভার প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ দুপুরের আগ থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতারা মিছিল নিয়ে জন-সভাস্থলে আসতে থাকেন। ঢাকার থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটের নেতারা আলাদা মিছিল নিয়ে আসছেন। ঢাকার দুই সিটির কাউন্সিলররাও লোকজন নিয়ে জনসভায় আসেন। মিছিলে ঢাকঢোল পেটানোর পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু‘, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’সহ নানান নির্বাচনী স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের সমাবেশ-স্থলে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে তিনি উপস্থিত হন। এ সময় দলীয় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে সমাবেশ-স্থল মুখর করে তোলেন। 

জাতীয় সংগীত পরিবেশনের পর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শরফুদ্দিন আহমেদ সেন্টুর পর একে একে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান, নাট্য অভিনেতা জাহিদ হাসান, চিত্রাভিনেত্রী সুজাতা আজিমসহ আরও অনেকে।

এদিকে ঢাকায় নির্বাচনী জনসভা করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল আওয়ামী লীগ। ২০ শর্তে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আগামীকাল মঙ্গলবার ফরিদপুর জেলা শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। এরপর ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বেলা আড়াইটা থেকে জেলার এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির সভাপতির।


আরও পড়ুন:

বিষয়: