নির্বাচন ঘিরে বড় ধরনের আশঙ্কা নেই জানালেন ইসি
ডেস্ক রিপোর্ট
321
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২৪ | ১০:০১:০২ এএম

আগামী ৭ জানুয়ারির ভোটকে কেন্দ্র করে বিভিন্ন আসনে প্রচারে সংঘাত সহিংসতা হলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নানা ধরনের হামলা-গোলযোগের ঘটনা থাকলেও ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা করছে নির্বাচন পরিচালনাকারী দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি।
ভোটের তিন দিন আগে বুধবার রাতে নির্বাচন কমিশনের আওতাধীন যারা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের প্রধানদের সঙ্গে আমাদের বিশেষ মিটিং শেষ হলো। সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ সাব কমিশনার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মহোদয়সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাহিনীগুলোর প্রধান ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী মাঠে নেমে গেছে। কোনো সহিংস ঘটনা যদি ঘটে বা ঘটার মতো পরিস্থিতি সৃষ্টি হয় তবে সমন্বিতভাবে সবাই সেটা প্রতিহত করবে। তবে এই নির্বাচনে কোনো সহিংস ঘটনা আমরা আশা করি না।
তিনি বলেন, এই পর্যন্ত আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে অবস্থা তা আমাদের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা এখন পর্যন্ত নির্বাচনে বড় ধরনের কোনো আশংকা করছে না। যেহেতু একটি রাজনৈতিক দল নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে এজন্য প্রত্যেকেই নিজ নিজ গোয়েন্দা নেটওয়ার্ক আরো সক্রিয় রাখবে। যাতে কোনো ধরনের ঘটনা ঘটার আগেই তা নিষ্ক্রিয় করা সম্ভব হয়।
তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে বেসামরিক প্রশাসনকে সাহায্য করবে সেনাবাহিনী।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা
০২ ডিসেম্বর ২০২৪

নতুন বছরে ছাপা হচ্ছে ৪০ কোটি পাঠ্যবই, বাজেট বাড়ছে ৫৫০ কোটি টাকা
৩০ নভেম্বর ২০২৪

জানুয়ারিতে চালু হবে যমুনা রেল সেতু
২১ নভেম্বর ২০২৪

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে
১৮ নভেম্বর ২০২৪

শুল্ক প্রত্যাহারের পরেও স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের বাজার
১৪ নভেম্বর ২০২৪

মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪