ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এসেছে গ্রামীণফোন


ডেস্ক রিপোর্ট
249

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৪ | ০৫:০১:৪৪ পিএম
সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এসেছে গ্রামীণফোন ফাইল-ফটো



প্রিপেইড গ্রাহকদের রিচার্জের সর্বনিম্ন সীমা ৩০ টাকা নির্ধারণ করেছিল মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। তবে সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে কোম্পানিটি। আগের মতোই সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করা যাবে।

বিষয়টি নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, “সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার বিষয়টি এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।” 

তিনি আরও বলেন, 'এখানে উল্লেখ করা দরকার, আমরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের বিষয়টি বিবেচনায় রেখেছি, একইসঙ্গে গ্রাহকদের সুবিধার্থে বর্তমানে মিনিট প্যাকের জন্য ১৪ টাকা, ১৯ টাকা, ২৯ টাকা রিচার্জ এবং কার্ডের মাধ্যমে ২০ টাকাসহ বিভিন্ন রিচার্জ অপশন চালু থাকছে।' 

এসএমএস ও মাইজিপি অ্যাপের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার কথা গ্রাহকদের জানিয়েছিল অপারেটরটি। মাইজিপি অ্যাপে ঢুকলেই চোখে পড়ছিল সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি। তাতে লেখা, “আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে”। এখন সেটি সরিয়ে ফেলেছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার পর সামাজিক যোগাযোগ-মাধ্যমে সমালোচনা হয়। সামাজিক যোগাযোগ-মাধ্যমে ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন শুরু হয়।

ফেসবুক এক ব্যবহারকারী লেখেন, এক বারের বেশি রিচার্জ নয়। আসুন গ্রামীণফোন বয়কট করি। টেলিটক ব্যবহার করি, দেশের টাকা দেশে রাখি। 

আরেক ব্যবহারকারী লেখেন, তাদের কাছে ৩০ টাকা সামান্য হলেও, এ দেশের হাজারো খেটে খাওয়া মানুষের কাছে ৩০ টাকা এক বেলা খাবারের বিল।

বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৯ কোটির বেশি। এর মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ২১ লাখের বেশি, রবির ৫ কোটি ৮৬ লাখের বেশি, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখের বেশি এবং টেলিটকের ৬৪ লাখের বেশি গ্রাহক রয়েছেন।


আরও পড়ুন: