আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নাহিদা
ডেস্ক রিপোর্ট
323
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ | ০৪:০১:৪৪ পিএম
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার। গত বছরটা দারুণ গেছে এই বাঁহাতি স্পিনারের। সেটারই পুরস্কার পেয়েছেন ২৩ বছর বয়সী নাহিদা।
গত বছর সব মিলিয়ে ১১ ওয়ানডে খেলেছিলেন নাহিদা। উইকেট নেন ২০টি। যেটি গত বছর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ।
২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল মঙ্গলবার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার, দুই জন নিউজিল্যান্ডের। আর একজন করে রাখা হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে।
দলটিতে অবশ্য অস্ট্রেলিয়ারই আধিপত্য। জায়গা পেয়েছেন পাঁচজন। দলটির অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে।
আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দল:
ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া),
চামারি আতাপাত্তু (অধিনায়ক, শ্রীলঙ্কা)
এলিস পেরি (অস্ট্রেলিয়া)
এমেলিয়া কার (নিউজিল্যান্ড)
বেথ মুনি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া)
ন্যাট শিবার ব্রান্ট (ইংল্যান্ড)
অ্যাশ গার্ডেনার (অস্ট্রেলিয়া)
আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)
নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা)
লি তাহুহু (নিউজিল্যান্ড)
নাহিদা আক্তার (বাংলাদেশ)।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪