সানজিদার অভিষেক ইস্ট বেঙ্গলের জার্সিতে
খেলা ডেস্ক
185
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪ | ১০:০১:২১ এএম
মঙ্গলবার ইস্ট বেঙ্গলের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন বাংলাদেশ নারী ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তার। ইন্ডিয়ান ওমেন্স লিগে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ছিল স্পোর্টস ওড়িশা। কলকাতায় অনুষ্ঠিত এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে ধারাভাষ্যকাররা ভূয়সী প্রশংসা করেন সানজিদার খেলার। ম্যাচে চারটি শট নিয়েছে তারা প্রতিপক্ষের গোলপোস্টে। সব ক’টিই আবার সানজিদার নেওয়া।
পুরো ম্যাচেই ডান দিকে বারবার আক্রমণে ওঠার চেষ্টা করেছেন সানজিদা। তবে সতীর্থদের কাছ থেকে সেভাবে সহায়তা না পাওয়ায় গোল পাননি। ম্যাচের ৮৫ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের হাঁটু এসে লাগে সানজিদা মাথার পেছনে। তাতে তাকে নিয়ে শঙ্কা জেগেছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে আবার খেলায় ফেরেন তিনি। একেবারে শেষদিকে ওড়িশা ভালো জায়গায় ফ্রি-কিক পেয়েও গোল করতে ব্যর্থ হয়। ফলে ম্যাচটা শেষ হয় গোলহীন অবস্থায়।
সানজিদার পরের ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিক স্টার্টের বিপক্ষে। ৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টায় ইস্ট বেঙ্গলের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৬ ম্যাচ শেষে ওড়িশা এফসি ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সানজিদার দল এক ম্যাচ বেশি খেললেও পয়েন্ট মাত্র ৪। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত দলের মধ্যে ৬। সাবিনার কিক স্টার্ট ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
একই লিগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন খেলছেন কর্ণাটকের দল কিকস্টার্টের হয়ে। ভারতের লিগে আগেও খেলেছেন সাবিনা। তবে সানজিদা এই প্রথম গেছেন দেশের বাইরে খেলতে। প্রথম ম্যাচে গোল পাননি, দলও পায়নি জয়ের দেখা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪