ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

কমলাপুরে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত


খেলা ডেস্ক
205

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:০২:৫২ পিএম
কমলাপুরে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত ফাইল-ফটো



যারা জিতবে, তারা এক পা দিয়ে রাখবে ফাইনালে। এমন সমীকরণ সামনে রেখে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচটা জয়-পরাজয়ে গড়ালে বিজয়ী দলের জন্য বাকি পথ যতটা সহজ হবে, ঠিক ততটাই কঠিন হবে হেরে যাওয়া দলের ফাইনালের অঙ্ক। এমন ম্যাচের আগে স্বাভাবিকভাবেই দুদলের কোচ ব্যস্ত প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বের করে নিজের মতো জয়ের পরিকল্পনা কষতে। বাংলাদেশের অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটুর ভাবনায় ভারতের আক্রমণভাগ। তাদের রুখতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব মনে করেন তিনি।

এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৩-১ এ গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের শুরুটা হয়েছে প্রত্যাশিত। সেই জয়ে আত্মবিশ্বাসটাও বেড়েছে অনেক। যা সঙ্গী করে আজ সন্ধ্যায় মাঠে যাবেন আফিদা খন্দকাররা। ভারতের শুরুটাও হয়েছে বিশাল জয়ে। ভুটানকে তারা হারিয়েছে ১০-০ গোলে। নেপালের বিপক্ষে লিগ পর্বের শেষ পরীক্ষার আগে তারাই চাইবে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে পা রাখতে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় তাই একটা জমজমাট ম্যাচ হতে যাচ্ছে আজ।

নেপাল ম্যাচের ভুলগুলো শুধরে বাংলাদেশ আজ আরও ভালো ফুটবল খেলতে চায়। ২০২১ সালে বাংলাদেশের কাছে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল ভারতের। সেই ব্যর্থতা মুছে এবার শিরোপা জিততে এসেছে তারা। তবে ভারতের কোচ শুক্লা দত্ত বেশ সমীহ করছেন বাংলাদেশকে। ভারতের শিরোপা জয়ের পথে কাঁটা যে লাল-সবুজের মেয়েরাই।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের হেড কোচ সাইফুল বারী বলেন, ভুটান আমাদের যে স্পেস দিয়েছে সে স্পেস দেয়া যাবে না ভারতের জন্য। আমরা পেশার নিচ্ছি না। কারণ মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আমরা ভালো করব ইনশাআল্লাহ।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ভারতের নাম শুনলে যে ভয় পাই তা না। ওরাও খেলতে এসেছে আমরাও খেলতে এসেছি। ওদের চেয়ে আমাদের চাওয়াটা অনেক বেশি। কারণ আমরা আগেরবার শিরোপাটা জিতেছি এবারও শিরোপাটা ধরে রাখার চেষ্টা থাকবে আমাদের।

দলে ইনজুরি নেই, ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশের ইঙ্গিত দিয়েছেন সাইফুল বারী। শুক্রবার একাদশে খেলা ফুটবলাররা শনিবার রিকভারি সেরেছেন, বাকিরা নিয়ম মেনে অনুশীলন করেছেন। কম সময় হলেও ম্যাচ সিনারিওতে হয়েছে প্রস্তুতি।

ম্যাচের আগের দিন নেপাল, ভুটান অনুশীলন বাতিল করেছে। তবে ভারত মাঠের প্রস্তুতি সেরেছে। হেড কোচ শুক্লা দত্তর কাছে এ ম্যাচ ফাইনালের আগে আরেকটি ফাইনাল।

ভারত অনূর্ধ্ব ১৯ নারী দলের হেড কোচ শুক্লা দত্ত বলেন, আমার কাছে ম্যাচটি ভীষণ ভাইটাল। আমি এটাকে অনেক গুরুত্ব দিচ্ছি। কারণ দুটো দলই খুব ভালো। বাংলাদেশ খুবই ভালো দল।

অনূর্ধ্ব ১৯ দলের চার মুখোমুখিতে সমান জয় দুদলের। এবারের পদ্মা-গঙ্গা লড়াইয়ে স্বাগতিক দর্শক বাংলাদেশের অ্যাডভান্টেজ।


আরও পড়ুন: