ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের উৎসব অস্ট্রেলিয়ার
খেলা ডেস্ক
214
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০২:০০ পিএম
যুবাদের বিশ্বকাপেও ভারতকে হারাল অস্ট্রেলিয়া। এ নিয়ে আইসিসির সর্বশেষ তিনটি বৈশ্বিক আসরের ফাইনাল খেলল দেশ দুটি। এই তিনবারই ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করল অস্ট্রেলিয়া। বড়দের আসরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের পর সর্বশেষ গতকাল ছোটদের বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারাল তারা।
এর আগে সবিশেষ ২০১০ সালে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১২ ও ২০১৮ আসরে ফাইনালে হারে তারা, দুইবারই প্রতিপক্ষ ছিল ভারত। এশিয়ার দলটিকে হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দিল তাসমান সাগর পাড়ের দলটি।
‘বড়দের অনুকরণ করতে পারা দারুণ হবে’, টসের সময় বলেছিলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিউ ওয়াইবগিন। সেটিই করে দেখালেন তিনি ও তার দল। গত বছর ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া জাতীয় দল। এর আগে একই দলের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেছিল তারা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া তৃতীয় ওভারে ওপেনার স্যাম কনস্টাসকে হারায়। আরেক ওপেনার হ্যারি ডিক্সন ও অধিনায়ক হিউজ ওয়েইবগেন ৭৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। দুজনই হাফ সেঞ্চুরি থেকে কয়েক রান দূরে থাকতে আউট হন। ৪২ রান করেন ডিক্সন ও ৪৮ রানে থামেন ওয়েইবগেন।
দ্রুত দুটি উইকেট পড়ে গেলেও রায়ান হিকসকে নিয়ে হারজাস সিং হাল ধরেন। ৬৬ রানের জুটি ভেঙে যায় হিকসের (২০) বিদায়ে। ইনিংস সেরা ৫৫ রান করেন হারজাস।
শেষ দিকে ওলিভার পিক অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলীয় স্কোর আড়াইশ পার করেন।
ভারতের হয়ে রাজ লিম্বানি সর্বোচ্চ ৩ উইকেট নেন।
লক্ষ্যে নেমে ভারতের কোনও ব্যাটার শক্ত হাতে হাল ধরতে পারেননি। রান রেট ঠিক থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাশুল গুনেছে তারা।
সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার আদর্শ সিং। ৪২ রান আসে মুরুগান অভিষেকের ব্যাটে।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধসে বড় ভূমিকা রাখেন মাহলি বিয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৫৩/৭ (ডিক্সন ৪২, কন্সটাস ০, ওয়াইবগিন ৪৮, হারজাস ৫৫, হিকস ২০, পিক ৪৬*, ম্যাকমিলান ২, অ্যান্ডারসন ১৩, স্ট্র্যাকার ৮*; রাজ ১০-০-৩৮-৩, নামান ৯-০-৬৩-২, সৌমি ১০-০-৪১-১, মুশির ৯-০-৪৬-১, মুরুগান ১০-০-৩৭-০, প্রিয়ানশু ২-০-১৭-০)
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪৩.৫ ওভারে ১৭৪ (আদার্শ ৪৭, আর্শিন ৩, মুশির ২২, সাহারান ৮, সাচিন ৯, প্রিয়ানশু ৯, আরাভেলি ০, মুরুগান ৪২, রাজ ০, নামান ১৪*, সৌমি ২; ভাইডলার ১০-২-৩৫-২, অ্যান্ডারসন ৯-০-৪২-১, স্ট্র্যাকার ৭.৫-১-৩২-১, বিয়ার্ডম্যান ৭-২-১৫-৩, ম্যাকমিলান ১০-০-৪৩-৩)
ফল: অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল ৭৯ রানে জয়ী
ম্যান অব দা ফাইনাল: মাহলি বিয়ার্ডম্যান
ম্যান অব দা টুর্নামেন্ট: কিউনা মাফাকা
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪