যুক্তরাষ্ট্রে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
খেলা ডেস্ক
181
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০২:০৪ পিএম
আগামী জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় শিরোপা ধরে রাখতে লড়বে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে চারটি ম্যাচ খেলবেন লিওনেল মেসি অ্যান্ড কোং। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নতুন এই চার ম্যাচের সূচি নিশ্চিত করেছে। চারটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।
কোপা আমেরিকার আগে ১৮ মার্চ নাইজেরিয়া ও ২৬ মার্চ আইভরি কোস্টের সঙ্গে প্রীতি ম্যাচের সূচি ছিল আর্জেন্টিনার। কিন্তু হংকংয়ে ইন্টার মিয়ামির প্রীতি ম্যাচে মেসি না খেলায় শুরু হয় জটিলতা। বাতিল করা হয় আর্জেন্টিনার ম্যাচ দুটি। চীনে ম্যাচ দুটি বাতিল হওয়ায় ঝামেলায় পড়তে হচ্ছে তাদের।
চীন সফর বাতিল হওয়ার পর থেকেই বিকল্প ভেন্যু ও প্রতিপক্ষ খুঁজতে শুরু করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে বেশি বেগ পেতে হয়নি মেসিদের নতুন ভেন্যু খুঁজতে। এখন কোপা আমেরিকার আগে দুইটি নয়, চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা। তাতে কোপার আগে নিজেদের প্রস্তুতিটা ভালোই হবে।
আগামী মার্চে যুক্তরাষ্ট্রে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত সপ্তাহে। এবার তিনবারের বিশ্বকাপজয়ীরা জানিয়েছে, আগামী জুনে যুক্তরাষ্ট্রেই ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং ৫ দিন পর ১৪ জুন ল্যান্ডোবারের ফেডেক্স ফিল্ডে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এর আগে আগামী ২৩ মার্চ ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ডে এল সালভাদরের বিপক্ষে এবং ৩ দিন পর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলিসেয়েমে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা কোপা আমেরিকায় নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ২১ জুন। আটলান্টায় প্রথম ম্যাচে মেসির প্রতিপক্ষ কানাডা কিংবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪