চমক রেখেই ব্রাজিল দল ঘোষণা করলেন দরিভাল জুনিয়র
খেলা ডেস্ক
199
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪ | ০৩:০৩:১৬ পিএম
অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তারুণ্যের মিশেলে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের দল সাজিয়েছে ব্রাজিল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ জন ফুটবলার।
ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো দল ঘোষণা করলেন দরিভাল জুনিয়র। শুক্রবার তার ঘোষিত ২৬ জনের দলে নতুন পাঁচজন হলেন-পিএসজি ও পালমেইরাসের ডিফেন্ডার বেরাল্দু ও মুরিলো, সাও পাওলোর গোলরক্ষক হাফায়েল ও মিডফিল্ডার পাবলো মাইয়া এবং জিরোনার ফরোয়ার্ড সাভিনিয়ো।
চোট পেয়ে অনেক দিন ধরে বাইরে আছেন নেইমার। অনুমিতভাবেই আসছে দুই ম্যাচের দলেও নেই ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড। তবে দলে আছেন ছন্দে থাকা রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।
১৭ বছর বয়সী এনড্রিক আগেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে। রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই ফরোয়ার্ড এবারও রয়েছেন স্কোয়াডে। তবে চোট থাকার পরও দলে রাখা হয়েছে টটেনহাম স্ট্রাইকার রিচার্লিসনকে। এর আগে অনাকাঙ্ক্ষিতভাবে জুয়ায় জড়ানোর অভিযোগ ওঠা ওয়েস্ট হামের তারকা মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকেও ডেকেছেন দরিভাল।
ছয় বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে ব্রাজিল। ওয়েম্বলিতে দুই দলের প্রীতি ম্যাচটি আগামী ২৩ মার্চ। এই মাঠেই সবিশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে, প্রীতি ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র।
ইংল্যান্ড সফরের পর স্পেনে যাবে ব্রাজিল দল। ২৬ মার্চ সান্তিয়াগো বের্নাবেউয়ে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে ম্যাচটি খেলবে দুই দল।
গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি), হাফায়েল (সাও পাওলো), বেন্তো (আথলেতিকো পারানেন্স)।
ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), ইয়ান কৌতু (জিরোনা), আইরতন লুকাস (ফ্লামেঙ্গো), ওয়েন্দেল (পোর্তো), বেরাল্দু (পিএসজি), গাব্রিয়েল মাগালিয়াইস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), মুরিলো (পালমেইরাস)।
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন), ব্রুনো গিমারেস (নিউক্যাসল ইউনাইটেড), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম), পাবলো মাইয়া (সাও পাওলো)
ফরোয়ার্ড: এন্দ্রিক (পালমেইরাস), রদ্রিগো (রেয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা), রিশার্লিসন (টটেনহ্যাম হটস্পার), সাভিনিয়ো (জিরোনা), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ)।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪