ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হতে যাচ্ছেন শেন ওয়াটসন


ডেস্ক রিপোর্ট
188

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪ | ০৫:০৩:৫১ পিএম
পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হতে যাচ্ছেন শেন ওয়াটসন ফাইল-ফটো



পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হতে যাচ্ছেন শেন ওয়াটসন 

পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন অস্ট্রেলীয় জাতীয় দলের এক সময়ের সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত শেন ওয়াটসন।এই বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানে চলমান  সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার। এর আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এ দ্বায়িত্ব পালন করেছেন।
এই অলরাউন্ডার দেশের হয়ে ২০০৭ আর ২০১৫ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। তার শোকেসে আছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৬ সালে অবসরে যাওয়া ওয়াটসন কোচ হিসেবেও বেশ সফল। সাবেক এই অসি অলরাউন্ডার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেছেন। চলতি মৌসুমে কোয়েটা তাকে হেড কোচ বানিয়েছে।
এপ্রিলে হতে যাওয়া নিউজিল্যান্ডের সিরিজের আগেই কোচ নিয়োগ দিতে মরিয়া পিসিবি। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেখানে দল হিসেবে ভালো করানোর বড় চ্যালেঞ্জ থাকবে নতুন কোচিং স্টাফের।


আরও পড়ুন: